আগামী বছরেই নতুন কারিকুলাম ও বই
প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত কারিকুলামে বড়ো ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে কারিকুলাম উন্নয়ন সংশ্লিষ্টদের নিয়ে দফায় দফায় কর্মশালা ও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কারিকুলাম পরিবর্তনের পাশাপাশি পাঠ্যবইও বদলে যাবে। এবারই প্রথমবারের মতো প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কারিকুলাম একসঙ্গে পরিবর্তন ও সমন্বয় করা হচ্ছে। ২০২১ সালে প্রথম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নতুন কারিকুলাম ও বই পাবে।
যথাসময়ে বই পৌঁছানোর লক্ষ্যমাত্রা হাতে নিয়ে এ স্তরের নতুন কারিকুলাম চূড়ান্ত হবে ২০২০ সালের মাঝামাঝি সময়ে। ২০২২ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং ২০২৩ সালে পঞ্চম শ্রেণির পাঠ্যবইও পরিবর্তন করা হবে। পাশাপাশি ২০২২ সালে ৭ম শ্রেণি, নবম ও একাদশ শ্রেণির পাঠ্যবই পরিবর্তন হবে। আর ২০২৩ সালে অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হবে।
কারিকুলামে বড়ো পরিবর্তনের মধ্যে রয়েছে মাধ্যমিক স্তর থেকে বিভাগ তুলে দিয়ে গুচ্ছ পদ্ধতি চালু করা। এর ফলে এ স্তরে বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য নামে কোনো বিষয় থাকবে না। সবাইকে সব বিষয় পড়তে হবে বা বিষয় পছন্দের সুযোগ থাকবে। এতে এক জন শিক্ষার্থী মাধ্যমিক স্তরে সব বিষয়ে জ্ঞান লাভ করবে। সংশ্লিষ্টদের ধারণা দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী সব বিষয়ে সমান ধারণা থাকা উচিত।
কারিকুলামে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাবলিক পরীক্ষার সংখ্যা ও নম্বর কমিয়ে আনা। এর ফলে শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়নের পরিমাণ বাড়ানো হবে। শ্রেণিকক্ষে সব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নে ২০ নম্বর রাখা হবে। এতে পাবলিক পরীক্ষার নম্বর কমে যাবে।
এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) প্রফেসর ড. মশিউজ্জামান বলেন, নতুন কারিকুলাম নিয়ে কাজ চলছে। সে অনুযায়ী বইও পরিবর্তন করা হবে। ২০২১ সালে যেহেতু অষ্টম শ্রেণির কারিকুলাম পরিবর্তন হবে, তাই আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে এ কারিকুলাম পরিমার্জনের কাজ চূড়ান্ত করা হবে। আর প্রাথমিক স্তরেও বর্তমান চাহিদার ওপর ভিত্তি করে কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে।
এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম ) প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, আগে প্রাথমিক ও মাধ্যমিকের জন্য পৃথক সময়ে কারিকুলাম পারবর্তন হওয়ার কারণে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কারিকুলামে কোনো সমন্বয় থাকবে না। এবারই এক সঙ্গে প্রাথমিক ও মাধ্যমিকের কারিকুলাম পরিমার্জন করা হচ্ছে।
The post আগামী বছরেই নতুন কারিকুলাম ও বই appeared first on শিক্ষাবার্তা ডট কম.
Join the conversation