“বাংলাদেশ আজ আর কারো কাছে হাত পাতে না …….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
মোঃ গোলাম কিবরিয়া, সরিষাবাড়ী, জামালপুর ।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়েছিলেন বলেই আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হচ্ছে। বাংলাদেশ আজ অসর্ম্পূনতার দেশ নয়। বাংলাদেশ আজ আর কারো কাছে হাত পাতে না, বাংলাদেশ আজকে প্রয়োজনে অন্যের পাশে গিয়ে দাঁড়ায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু কন্যা প্রায়শঃই বলেন আমরা বীরের জাতি, আমরা যুদ্ধ করে দেশ জয় করেছি। আমাদেরকে কেউ দান করেনি এই স্বাধীনতা।
শিক্ষামন্ত্রী আরো বলেন, এখন মানুষের ঘরে ঘরে বিদ্যুত, হাতে হাতে মোবাইল। বিজ্ঞানের প্রযুক্তিতে আমাদের সন্তানেরা। আজকে বিশে^র যেকোন জায়গায় যেকোন মানুষের সঙ্গে পাল্লা দিয়ে চলছে আমাদের ছেলেমেয়েরা। শনিবার (২৯ ফেব্রæয়ারী) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সরিষাবাড়ী আর.ডি.এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের এক আলোচনা সভায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরিষাবাড়ী আর.ডি.এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট বাকি বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এডভোকেট জহুরুল ইসলাম মানিক। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯২০ ইং সালে সরিষাবাড়ী রানী দিনমনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
The post “বাংলাদেশ আজ আর কারো কাছে হাত পাতে না …….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি appeared first on শিক্ষাবার্তা ডট কম.
Join the conversation