আড়াইহাজারে নতুন করে ৫ জন করোনা পজিটিভ শনাক্ত
মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধ :
আড়াইহাজার উপজেলায় নতুন আরো ৫ জন করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। শুক্রবার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই তথ্য জানানো হয়। এ নিয়ে আড়াইহাজার উপজেলায় মোট রোগীর সংখ্যা ২৮ জন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, এই পর্যন্ত আড়াইহাজার উপজেলা থেকে ২৭০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। পরীক্ষা করা নমুনার মধ্যে এই পর্যন্ত ২৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৩ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। বাকীদের আইসোলেশনে ও হোম কোয়ারেনটিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের মধ্যে কারো অবস্থাই সংকটাপন্ন নয়। সবাই মোটামুটি ভালো আছেন।
তিনি আরো জানান,সরকারের সিন্ধান্ত অনুযায়ী করোনায় আক্রান্ত নতুন রোগীদের নাম ঠিকানা প্রকাশ করা হবে না । রোগী সনাক্ত হওয়ার সাথে সাথে রোগী ও তার পরিবারকে লক ডাউন নিশ্চিত করার জন্য জোড়ালো ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সেই সাথে তিনি উপজেলাবাসীকে সতর্ক এবং বাড়ীতে থাকার আহ্বান জানান। করোনায় আক্রান্ত ব্যক্তির ও তাদের পরিবারের সদস্যদের সাথে মানবিক আচরণ করার জন্য প্রতিবেশীদের প্রতি আহ্বান জানান।
The post আড়াইহাজারে নতুন করে ৫ জন করোনা পজিটিভ শনাক্ত appeared first on শিক্ষাবার্তা ডট কম.
Join the conversation